সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ভিমরুলের কামড়ে আক্রান্ত চিকিৎসাধীন শ্রাবণ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও নানাসহ আরও দুজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। তবে স্বজনরা অভিযোগ করে বলেন, চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু কবিরহাট উপজেলার পূর্ব রাজুরগাঁও গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কিন্টারগার্ডেনের প্রথম শ্রেণির ছাত্র। নিহতের বাবা জানান, একই উপজেলার ফরাজিরহাট এলাকায় নানার বাড়িতে বেড়াতে যান তার দুই ছেলে ও স্ত্রী। বিকালে নানার সঙ্গে নৌকায় ঘুরতে যান। এ সময় ভিমরুল তাদের সবাইকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে সন্ধ্যায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গুরুতর অবস্থায় ভর্তি করানো হলেও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অতটা গুরুত্ব দেননি। তাদের অবহেলার কারণে এক ঘণ্টার মধ্যেই সাত বছরের শিশু শ্রাবণ মারা যায়।

 

সর্বশেষ খবর