সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী জাতির জন্য বড় ঘটনা’

গোপালগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল, দেশের বিভিন্ন এলাকা এবং দেশের বাইরে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এটা সব বাঙালির এবং মুক্তিকামী মানুষের উৎসব। গতকাল দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক প্রমুখ। এর আগে তিনি বঙ্গবন্ধুসহ ৭৫-এ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। আবদুল কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শুধু উৎসব নয়, উদযাপন নয়, এটি জাতির জন্য একটি বড় ঘটনা। এর সঙ্গে বাংলাদেশের তিনটি বড় ঘটনাও যুক্ত হচ্ছে।

 

সর্বশেষ খবর