মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফরিদপুরে জোড়া খুনের বিচার দাবি

ফরিদপুর প্রতিনিধি

সোমবার বেলা ১১টা। ফরিদপুর প্রেস ক্লাব চত্বরে জড়ো হয়েছেন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের হাজারো গ্রামবাসী। এদের মধ্যে বয়স্ক নারী পুরুষের পাশাপাশি এসেছেন ছোট্ট শিশুরাও। তারা ফরিদপুরে এসেছেন সম্প্রতি আলোচিত জোড়া খুনের আসামিদের ফাঁসির দাবি নিয়ে। প্রেস ক্লাব চত্বরে এ সময় আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্য পাঠ করেন কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু। লোমহর্ষক এ খুনের বর্ণনা দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। একপর্যায়ে উপস্থিত থাকা হাজারো মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। নিহতের স্বজনদের আহাজারিতে প্রেস ক্লাব এলাকাজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া হৃদয় ও তার ভাই স্থানীয় যুবলীগ নেতা এনামুল হাসান পরিকল্পিতভাবে আমাদের ঈদ বৈঠকে নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে দুজন নিরীহ গ্রামবাসী নিহত এবং ৮ জন আহত হন।

গত ১০ আগস্ট সন্ধ্যায় নগরকান্দার কাইচাইল ইউনিয়নে আওয়ামী লীগের উঠোন বৈঠকে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীদের গুলিতে নিহত হয় অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার রওশন মিয়া ও বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র মিরাজুল ইসলাম তুহিন। এ ঘটনায় নিহত তুহিনের পিতা রায়হান মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা হয়েছে। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  পুলিশ যুবলীগ নেতা হানিফ মিয়া হৃদয়সহ ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

সর্বশেষ খবর