বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুই ভাইসহ ঝরল ৭ প্রাণ

প্রতিদিন ডেস্ক

দুই ভাইসহ ঝরল ৭ প্রাণ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। প্রতিনিধিদের খবর-

কুমিল্লা : দেবিদ্বারে কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা লেগে সালাউদ্দিন (৭০) ও আব্দুল মালেক (৬০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। নিহতরা ফেনীর পশুরাম উপজেলার অলোকা গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। হাইওয়ে পুলিশ জানায় বলেন, ঢাকা থেকে আসা ফেনীগামী মাইক্রোবাসটি চান্দিনার ছয়ঘড়িয়া-কুরছাপ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই থাকা দুই ভাই মারা যান।  সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় গতকাল বাসচাপায় ওয়াজেদ আলী (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। হতাহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ : প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রেমিককে আটক করেছে। নিহতের নাম আশা আক্তার (১৪)। তিনি পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকার শাহাব উদ্দিনের মেয়ে ও পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। মানিকগঞ্জ : মানিকগঞ্জে বিদ্যালয়ের গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় গতকাল মাইক্রোবাস চাপায় রাফি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাফি মানিকগঞ্জে সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে ও সে স্থানীয় লেমুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। মাদারীপুর : শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে গতকাল সন্তানের জন্য পানি আনতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়েছে বাদশা হাওলাদার (৪০) নামের এক ব্যক্তি। নিহত বাদশার বাড়ি বাগেরহাটের চিলা ইউনিয়নে। চট্টগ্রাম : নগরের ডবলমুরিংয়ে থানার দেওয়ানহাট এলাকার ছাগলবাজার এলাকায় গতকাল বাস-মোটরসাইকেল সংঘর্ষে রতন কুমার দেবনাথ (৩০) নামে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন। নিহত রতন ফেনীর চৌমুহনীর তরুণ কুমার দেবনাথের ছেলে। আহত জালালকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া নোয়াখালী জেলা শহরের দত্তেরহাটে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নোয়াখালী জেলা শহরের দত্তেরহাট এলাকায় সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১২ জন আহত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর