বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পুকুর ভরাট করে বানানো সেই মার্কেট উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পুকুর ভরাট করে বানানো সেই মার্কেট উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়া শহরের গোলাপ রেস্ট হাউজ সংলগ্ন পুকুর ভরাট করে নির্মিত সেই সুপার মার্কেট অবশেষে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুজ্জামানের নেতৃত্বে গতকাল এ অভিযান চালানো হয়। কয়েক ঘণ্টা ধরে চলা উচ্ছেদ অভিযানের কারণে কোর্ট রোড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ সময় সদর মডেল থানা পুলিশ ছাড়াও র‌্যাব-১৪ এর একটি দল উপস্থিত ছিল। ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান জানান, পুকুর ভরাট করে স্থাপনা তৈরির মাধমে প্রাকৃতিক পরিবেশ নষ্ট করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। পুকুরে ফেলা বালু অপসারণেরও ব্যবস্থা করা হবে। খোঁজ নিয়ে জানা যায়, এক মাস ধরে ধাপে ধাপে গোলাপ রেস্ট হাউসের পূর্বদিকের পুকুরটি রাতের আঁধারে বালু ফেলে ভরাট করা হয়। এরপর সেখানে রাতারাতি টিন দিয়ে ৩৯টি অস্থায়ী দোকানঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়। পরিবেশ অধিদফতর থেকে বাধা দিলেও তা আমলে নেওয়া হয়নি। এক বছর আগে পুকুর থাকা অবস্থায় শ্রেণি পরিবর্তন করে কাগজপত্রে ভিটি বানানো হয় পুকুরটিকে। ৭৬ শতক আয়তনের পুকুরটি ভূমি রেকর্ড অনুযায়ী দেবোত্তর সম্পত্তি বলে জানা যায়। তবে বিএস রেকর্ডে পুকুরটির মালিকানা হয়ে যায় শহরের পৈরতলার বজলুর রহমানের ছেলে আনিসুর রহমান আনিস, ফারুক আহমেদ ও গোলাপ মিয়াসহ তাদের চার ভাইয়ের নামে। প্রশাসন কয়েক দফা অভিযান চালিয়ে ভরাট ঠেকাতে ‘ব্যর্থ’ হয়েছিল।

সর্বশেষ খবর