বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাদশা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মগনামা ইউনিয়নের শরৎঘোনা বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, বাদশা উপকূলের শীর্ষ জলদস্যু। তার বিরুদ্ধে ডাকাতি ও জলদস্যুতার একাধিক মামলা রয়েছে। বাদশা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়ার টেকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুঁইয়া জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব-৭-এর একটি দল সোমবার রাত ৪টার দিকে উপজেলার মগনামায় অভিযানে যায়। এ সময় জলদস্যুরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ বাদশার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সর্বশেষ খবর