বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এক নামে দুই বিদ্যালয়

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় কোহিনুর জুট মিলস হাইস্কুলের দুই শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় অভিযুক্ত শিক্ষক আতিকুর রহমান ও আহসান হাবিব-এর এমপিওভুক্তি বাতিলের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নামে উপবৃত্তির তালিকা তৈরি করে টিউশন ফি উত্তোলন, শিক্ষার্থীদের মেধা বৃত্তির অর্থ আত্মসাৎ ও অর্থের বিনিময়ে অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদানের অভিযোগে তৎকালীন স্কুল কমিটি ওই দুই শিক্ষককে বহিষ্কার করেন। পরে তারা পার্শ্ববর্তী মহেশপুর গ্রামে একই স্কুলের নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে আরেকটি স্কুল প্রতিষ্ঠা করেন।

বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান সাংবাদিকদের জানান, কুহিনুর জুট মিল উচ্চ বিদ্যালয় নিয়ে একাধিক মামলা হয়েছে। কয়েকটি নিষ্পত্তি হয়েছে। এখনো ৪টি চলমান। এছাড়া একই নামে দুই জায়গায় বিদ্যালয়ের কার্যক্রম আদালতের নির্দেশে চলছে। তিনি জানান, তাদের দুই ভাইকে বহিষ্কার নিয়মতান্ত্রিকভাবে করা হয়নি। যা তদন্তে দোষী প্রমাণিত হয়নি। ইউএনও মো. শফিকুল ইসলাম বলেন, কোহিনুর জুটমিল হাইস্কুলে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে। তদন্ত কার্যক্রমের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড যে নির্দেশনা দিবে তা আমরা যথাযথ বাস্তবায়ন করবো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর