বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জয়পুরহাটে ধান সংগ্রহে দুর্নীতির অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ধান সংগ্রহে দুর্নীতির অভিযোগ

জয়পুরহাটে ধান, চাল ক্রয় অভিযানে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকের কাছ থেকে ধান না কিনে বিশেষ কিছু লোক মারফত ধান কেনা এবং সদর উপজেলার  ১০১ জন মিলারের মধ্যে মাত্র ২৬ জনকে বিশেষ সুবিধা দিয়ে থেকে সর্বাধিক চাল সংগ্রহ করা হয়েছে। এতে কোটি কেটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে জয়পুরহাট প্রেস ক্লাবে।  জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স শাহিন চাল কলের স্বত্বাধিকারী আবুল হাসনাত। লিখিত বক্তব্যে তিনি বলেন- সদর উপজেলার ৮টি অটো রাইস মিল, ৫টি সেমি অটো রাইস মিল ও ১৩টি হাসকিং মিলের ক্যাপাসিটি ভুয়া কাগজপত্র ও অফিসে বসে ফাইলওয়ার্কের মাধ্যমে ২ থেকে ৪ গুণ বাড়িয়ে ২৬ জন মিলারকে বরাদ্দ দিয়ে ৭৫ মিলারকে বঞ্চিত করা হয়েছে। বিশেষভাবে বরাদ্দ দেওয়া ২৬ জন মিলারের কাছ থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম ও উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সাত্তার প্রতি কেজি চালের জন্য দেড় টাকা থেকে দুই টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেছেন। এছাড়া ধান ক্রয়ে প্রকৃত কৃষক বঞ্চিত হয়েছেন। চলতি মৌসুমে এই দুই কর্মকর্তা ৬ হাজার মে. টন চাল বরাদ্দের মাধ্যমে দেড় থেকে দুই কোটি টাকা বাণিজ্যের বিষয়ে ইতোমধ্যেই খাদ্যমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিল মালিক আমান উল্লাহ আমান, হাম্মদ আলী, বক্তার হোসেন প্রমুখ। তবে জয়পুরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন অভিযোগ ভিত্তিহীন।

সর্বশেষ খবর