শিরোনাম
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রায় কার্যকরের দাবি সারা দেশে

২১ আগস্ট গ্রেনেড হামলা

প্রতিদিন ডেস্ক

রায় কার্যকরের দাবি সারা দেশে

রাজশাহীতে ২১ আগস্ট শহীদদের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।

ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলার ১৫ বছর পার হয়েছে গতকাল। ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ভয়াবহ ওই হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী। দিবসটি উপলক্ষে গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তরা দন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : সকালে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নগরীতে শোক র‌্যালি বের করে। এতে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, আকতারুজ্জামান বাবু এমপি প্রমুখ।

রাজশাহী : নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে অস্থায়ী বেদিতে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। পরে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শাহীন আকতার রেনী, ডাবলু সরকার প্রমুখ।

সিলেট : জেলা ও মহানগর আওয়ামী লীগ দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। আশফাক আহমদের সভাপতিত্বে এবং আসাদ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন শফিকুর রহমান চৌধুরী, সৈয়দা জেবুন্নেসা হক প্রমুখ।

বগুড়া : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভায় জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন মজিবর রহমান মজনু, অধ্যাপক এস এম আইয়ুব প্রমুখ। এ ছাড়া অপর এক শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন প্রাং সিজার, রেজাউল করিম সবুজ প্রমুখ।

ময়মনসিংহ : জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নিহতদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কবীর উদ্দিন ভূঁঞা, অ্যাডভোকেট জালাল উদ্দিন খান প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জড়িতদের ফাঁসি কার্যকরের দাবিতে প্রতীকী ফাঁসির কর্মসূচি পালন করেছে জাবি ছাত্রলীগ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় নেতাদের এই কর্মসূচি পালিত হয়। এর আগে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়।

 

কুমিল্লা : নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধনে বক্তৃতা করেন আঞ্জুম সুলতানা সীমা এমপি, শফিকুল ইসলাম শিকদার প্রমুখ। এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ বিকালে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া এবং আলোচনা সভার আয়োজন করে। ব্রাহ্মণবাড়িয়া : আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সকালে শহরের কাচারি বিথীকার বঙ্গবন্ধু মুর‌্যালে আলোচনা সভার আয়োজন করে। আবু নাছের আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন আনিছুর রহমান, মোবারক আলী প্রমুখ।

গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে জেলা ছাত্রলীগ, ইডিসিএল অফিসার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ও কর্মচারী শ্রমিক লীগ। জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের চৌরঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম : নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। সভায় বক্তৃতা করেন আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জাফর আলী প্রমুখ। এ ছাড়া মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে।

টাঙ্গাইল : জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, আওয়ামী লীগ নেতা খন্দকার আশরাফউজ্জামান প্রমুখ।

নীলফামারী : দুুপুরে শহরের বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মসফিকুল ইসলাম, রাবেয়া আলীম এমপি, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

মানিকগঞ্জ : শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন গোলাম মহীউদ্দীন, আবদুস সালাম, সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

চাঁদপুর : নিহতদের স্মরণে চাঁদপুরে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

খাগড়াছড়ি : জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ। দিনাজপুর : জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও গ্রেনেড হামলকারীদের কুশপুত্তলিকা দাহ করেছে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। উপস্থিত ছিলেন আবু ইবনে রজব, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ। টঙ্গী (গাজীপুর) : ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পাগাড় এলাকায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজগর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন আসাদুর রহমান কিরণ, ওসমান আলী প্রমুখ।

সর্বশেষ খবর