শিরোনাম
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নৌবহরে রাজবাড়ীর মন্দিরে কান্তজিউ বিগ্রহ, ভক্তের ঢল

দিনাজপুর প্রতিনিধি

নৌবহরে রাজবাড়ীর মন্দিরে কান্তজিউ বিগ্রহ, ভক্তের ঢল

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তজীউ মন্দির থেকে নৌবহরে বিগ্রহ যাত্রা উপলক্ষে নদীর তীরে দর্শনার্থীদের ভিড়। ইনসেটে বিগ্রহ হাতে পুরোহিতরা -বাংলাদেশ প্রতিদিন

রাজ পরিবারের প্রথা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুরে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নদীপথে পুলিশ প্রহরায় গতকাল সকালে কাহারোল উপজেলার কান্তনগর মন্দির থেকে যাত্রা করে। কান্তজিউ বিগ্রহ নিয়ে নৌবহর ২৫ কিলোমিটার নৌপথে ৩০টি ঘাটে নৌকা ভিড়ায়। রাতে দিনাজপুর শহরে পৌঁছে। সেখানে নদীর ঘাট থেকে শোভাযাত্রা করে বিভিন্ন মন্দিরে পুজা-অর্চনা শেষে রাজবাড়ীর মন্দিরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিগ্রহের যাত্রা উপলক্ষে গতকাল ভোর থেকে হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয় কান্তজিউ মন্দির প্রাঙ্গণসহ বিভিন্ন নদীর ঘাট। সকাল সাড়ে ৯টায় শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে যাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ খবর