শিরোনাম
বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চলন্ত মাইক্রোবাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন ধরে পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় মাইক্রোবাসে থাকা চালক ও মালিকসহ তিনজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভান। স্থানীয়রা জানান, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার আড়িয়া বাজার স্ট্যান্ডের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়। চালক ও মালিকসহ তিনজন দ্রুত নেমে যাওয়ার পরই মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে এবং পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে ফোন করে জানানো হয়। কিন্তু খবর পাওয়ার কমপক্ষে আধাঘণ্টা পর  পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভায়। ততক্ষণে পুরো মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটিও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। মাইক্রোবাসের মালিক চট্টগ্রাম নাছেরাবাদ এলাকার রায়হান কবির রানা জানান, ব্যবসায়িক কাজ শেষে দিনাজপুর থেকে ফিরছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে চালক গাড়ি থামান এবং নেমেই গাড়ি নিচের দিকে দাউদাউ করে আগুন জ্বলে দেখে দ্রুত সরে পড়েন। এ সময় আগুনের তাপে তার চোখের ভ্রু ও মাথার চুলের কিছু অংশ পুড়ে যায়। হাইওয়ে পুলিশের এসআই সুলতান মাহমুদ জানান, ব্যাটারিতে পানি না থাকায় হিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে গাড়ির চালকের কাছে জানতে পেরেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর