বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাল্যবিয়ে মাদকের খবর দিলেই ফ্লেক্সিলোড!

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে, মাদক বিক্রি ও উত্ত্যক্তকারীদের’ খবর দিলেই তথ্যদাতার দেওয়া মোবাইলে দেওয়া হবে ১০০ টাকা ফ্লেক্সিলোড। সেই সঙ্গে মাস শেষে সর্বোচ্চ খবরদাতাকে দেওয়া হবে শুভেচ্ছা স্মারক। অপরাধ প্রবণতা কমাতে আর মানুষের বিবেক জাগ্রত করতে স্থানীয় সংগঠন ‘দরিদ্র সংস্থা’ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। 

দরিদ্র সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল হাসান নাহিদ জানান, বর্তমান সমাজে বাল্যবিয়ে, মাদক আর উত্ত্যক্তের হার বেড়ে গেছে। বাল্যবিয়ে নিয়ে একশ্রেণির অসাধু মানুষ বড়-কনে পক্ষকে ভয়-ভীতি দেখিয়ে বাণিজ্যও করছে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও ভয়ে এ সব খবর দিতে পারছে না। তাই খবরদাতার পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। খবর জানাতে ডায়াল করতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা- ০১৩১৫-১৭১৩৫৪, দরিদ্র সংস্থা-০১৭৫০-৩৩৩৯২৯ ও গুরুদাসপুর থানা-০১৭১৩৩৭৩৮৬০ নম্বরে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন বলেন, ‘এটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই।’

সর্বশেষ খবর