বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ট্রেনের বগিতে লাশ

সেই আসমার দাফন সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগি থেকে উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্রী আসমার লাশ বুধবার বেলা ১১টায় শিংপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আসমার জানাজায় পঞ্চগড়-১ আসনের এমপি মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট উপস্থিত ছিলেন। এদিন সকাল ৭টায় লাশবাহী অ্যাম্বুলেন্স আসমার বাড়িতে পৌঁছলে মা-বাবা, আত্মীয়-স্বজন ও গ্রামবাসী কান্নায় ভেঙে পড়েন। গত রবিবার সকালে নিখোঁজ হয়েছিলেন আসমা। একই সময় থেকে পাশের গ্রামের মারুফ হাসান বাঁধনকেও পাওয়া যাচ্ছিল না।

 তারা বিয়ে করার জন্যই পালিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ঘটনায় আসমার চাচা বাঁধনকে প্রধান আসামি করে কমলাপুর জিআরপি থানায় ধর্ষণের পর হত্যা মামলা করেছেন। ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের রিপোর্টেও আসমাকে ধর্ষণের পর হত্যা করার আলামত পাওয়া গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর