শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুই বাসের সংঘর্ষে চারজন নিহত

প্রতিদিন ডেস্ক

দুই বাসের সংঘর্ষে চারজন নিহত

সংঘষের পর উল্টে যাওয়া বাস ঘিরে মানুষের ভিড় -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া তিন জেলায় সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে দুই বাসের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ যাত্রী। নৈশকোচ সোনার বাংলা ও যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে গতকাল সকালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন-  মিনিবাস রাজু এন্টাপ্রাইজের চালক বাবুল (২০), যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার ব্যাংক কর্মকর্তা কামরুজ্জামান বাবু (৪২), ঠাকুরগাঁওয়ের আবুল কালাম আজাদ (৩৫) ও মজিবর রহমান (৬০)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও একজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত ৩০ জনকে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর ও দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। দুর্ঘটনার সময় দুটি বাসই বেপরোয়া গতিতে চলছিল বলেও জানান তারা।

মাদারীপুর : রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল সড়কে বুধবার রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিলু হাওলাদার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার ছেলে সাজ্জাত হাওলাদার (১৬)। নিহত নিলু রাজৈরের ঘোষালকান্দী গ্রামের হোসেন হাওলাদারের ছেলে।

জামালপুর : মাদারগঞ্জ উপজেলায় গতকাল বিকালে সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে রিপন মিয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত রিপন (৩৪) মাদারগঞ্জ উপজেলার বাকুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে। শেরপুর : শেরপুর বাসস্টান্ডে গতকাল দুপুরে দুই বাসের চাপায় মারা গেছেন খোদেজা (৬০) নামে এক বৃদ্ধা। তিনি শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের জয়নালের স্ত্রী।

সর্বশেষ খবর