শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভাঙা সেতু দিয়ে পাঁচ বছর ধরে চলাচল

কুমিল্লা প্রতিনিধি

ভাঙা সেতু দিয়ে পাঁচ  বছর ধরে চলাচল

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে শংকুচাইল পর্যন্ত সড়কের রাজাপুর রেল স্টেশনের পাশে একটি সেতু পাঁচ বছর ধরে ভেঙে পড়ে আছে। দীর্ঘদিন ধরে ওই ভাঙা সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সরেজমিনে দেখা যায়, রাজাপুর রেল স্টেশনের পাশের সেতুটির মাঝখানের ঢালাই ভেঙে আছে। উন্মুক্ত হয়ে আছে রড। সড়ক দিয়ে চলাচলকারী গাড়ি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে হেলেদুলে। পাঁচ বছর আগে ব্রিজের মধ্যখানে ভেঙে যায়। আস্তে আস্তে ওই অংশ বড় হতে থাকে। একপর্যায়ে ব্রিজটি দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে রেলওয়ে ডাবল লাইনের কাজের কর্তৃপক্ষ ভাঙা অংশে স্টিলের সিট দিলে পুনরায় ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়। বর্তমানে ওই স্টিলের সিট বাঁকা হয়ে গেছে। সিএনজি অটোরিকশা চালক আবুল কালাম জানান, বুড়িচং থেকে শংকুচাইল পর্যন্ত সড়কে প্রতিদিন অটোরিকশা, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক্টর, মোটরসাইকেল যোগে হাজার-হাজার মানুষ চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। ওই সড়কের যাত্রী ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, ‘সড়কটি দিয়ে রাজাপুর ইউনিয়নের চড়ানল, হায়দ্রাবাদ, পাঁচোড়া, নবীয়াবাদ, শংকুচাইল, ঘিলাতলা, দক্ষিণ গ্রাম, উত্তর গ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ উপজেলা সদরে যাতায়াত করে। ব্রিজটি ঝঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা দ্রুত এটি সংস্কারের দাবি জানাই।’ বুড়িচংয়ের ইউএনও ইমরুল হাসান বলেন, ব্রিজটি এলজিইডির আওতাধীন। বুড়িচং থেকে শংকুচাইল পর্যন্ত সড়কটি পুনর্নির্মাণের জন্য অনুমোদন হয়েছে। সড়কের সঙ্গে ব্রিজটিও নতুনভাবে নির্মাণ করা হবে।

সর্বশেষ খবর