শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তিন খুনে চারজনের যাবজ্জীবন

হবিগঞ্জ প্রতিনিধি

বানিয়াচংয়ে ট্রিপল মার্ডারের ঘটনায় করা দুই মামলায় চারজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা গতকাল এ রায় দেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন-  বানিয়াচং উপজেলার পুরান পাথারিয়া গ্রামের তোরাব আলী, সুরুজ মিয়া, আলী মোহাম্মদ ও করম আলী। জানা যায়, পুরান পাথারিয়া গ্রামের আলী মোহাম্মদ এবং করম আলীর গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর করম আলী গোষ্ঠীর সায়েদ বিরোধপূর্ণ পুকুরে হাত-মুখ ধুতে যান। এ সময় আলী মোহাম্মদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের সংঘর্ষে মারা যান তিনজন। এ ঘটনায় দুটি মামলা করা হয়।

সর্বশেষ খবর