শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নাটোরে চামড়া কেনা শুরু করেননি ট্যানারি মালিকরা

নাটোর প্রতিনিধি

নাটোরে চামড়া কেনা শুরু করেননি ট্যানারি মালিকরা

উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চকবৈদ্যনাথ বাজারে এখনো চামড়া কিনতে আসেনি কোনো ট্যানারি মালিক। তবে বিভিন্ন জেলা থেকে নাটোরের আড়তে চামড়া আসতে শুরু করেছে। এ অবস্থায় বিচ্ছিন্নভাবে কিছু চামড়া সরকার নির্ধারিত মূল্যে কেনাবেচা চলছে।

নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতা লুৎফর রহমান লাল্টু জানান, ঈদের দ্বিতীয় সপ্তাহ থেকে নাটোরে মূলত চামড়া কেনাবেচা শুরু হয়। তখন বিভিন্ন ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধি এখানে আসেন। এখন বিভিন্ন জেলা থেকে চামড়া আসা শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ দেশের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলের ৩০ জেলা থেকে নাটোরে চামড়া আসবে। আড়তদার মঞ্জুরুল আলম হিরু জানান, বর্তমানে স্থানীয়ভাবে গরুর চামড়া ৪৫-৫০ টাকা বর্গফুট এবং খাসির চামড়া ২০-২৫ টাকা বর্গফুট দরে বিক্রি হচ্ছে। মহিষের চামড়াও সরকার নির্ধারিত মূল্যেই কেনা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, নাটোরের শহরের রেলগেট সংলগ্ন চকবৈদ্যনাথ এলাকায় রয়েছে শতাধিক চামড়ার আড়ত। ট্যানারি মালিকরা সমগ্র চামড়ার ৫০ ভাগের বেশি নাটোর থেকে সংগ্রহ করেন। শুধু ঈদুল আজহার সময় নাটোরে ৯০০ কোটি টাকার অধিক চামড়া কেনাবেচা হয়। এ বছর পুঁজি স্বল্পতায় তারা চামড়া ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। নাটোরের জেলা প্রশাসক শাহ মোহাম্মাদ রিয়াজ বলেন, আমরা চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকার নির্ধারিত দামে চামড়া কেনার আহ্বান জানিয়েছি। যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং নাটোরের চামড়া ব্যবসার যে সুনাম রয়েছে তা অক্ষুণ্ন থাকে।

সর্বশেষ খবর