শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
কমিটি নিয়ে বিরোধ

নওগাঁয় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

নওগাঁ প্রতিনিধি

নিয়ামতপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বিএনপি নেতা ডা. ছালেক চৌধুরী ও মোস্তাফিজুর রহমান গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গত ১০ আগস্ট নওগাঁ জেলা বিএনপি ৩৩ সদস্যবিশিষ্ট নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির বিরুদ্ধ গত ১৬ আগস্ট বিএনপি নেতা ডা. ছালেক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল নেতা-কর্মী বিক্ষোভকারীদের মুখোমুখি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ডা. ছালেক চৌধুরী প্রকৃত বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করার দাবি জানান। মোস্তাফিজুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত অনুয়ায়ী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি শামসুল আলম শাহ বলেন, এটি বিএনপির অভ্যন্তরীণ বিষয়। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সে জন্য ঘটনাস্থলে ফোর্স মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ খবর