শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাবার রক্তমাখা একটি ছবি পেয়েছি, আর কিছু নাই

মাদারীপুর প্রতিনিধি

বাবার রক্তমাখা একটি ছবি পেয়েছি, আর কিছু নাই

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নাসিরের ছেলে -বাংলাদেশ প্রতিদিন

‘বাবার স্মৃতি বলতে কিছু নেই। বড় হয়ে দেখেছি রক্তমাখা একটি ছবি। এই রক্তমাখা ছবিই বাবার একমাত্র স্মৃতি। ছবিটি দেখেই বড় হয়েছি।’ কথাগুলো বলছিলেন ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত মাদারীপুরের কালকিনি উপজেলার নাসির সরদারের ছেলে মুন সরদার। বাবা যখন মারা যান তখন মুনের বয়স ছিল মাত্র ৫ মাস। নাসির সরদার ছিলেন শ্রমিকলীগ নেতা। মুন বলেন, ‘মা আর বড় ভাই ছাড়া আমাদের কেউ নাই। এখনও ‘বাবা’ কথাটি শুনলে বুঁক কেঁপে উঠে। একবারও বাবা বলে ডাকার স্বাদ পাইনি। বাবার আদর-স্নেহ, ভালোবাসা শাসন কোনটাই পাইনি।’ মুন জানান, কৃষি জমিতে যে ফসল হয় তা দিয়েই কোন রকম সংসার চলে। মুন বলেন, ‘মায়ের কাছে শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এখন যদি বড় ভাইয়ের চাকরিটা হয় তাহলে সংসারে অভাব থাকবেনা। শুধু নাসিরই নয়, ওই ঘটনায় নিহত হন একই উপজেলার আওয়ামী লীগ নেতা মোস্তাক আহাম্মেদ সান্টু। তাকে সমাহিত করা হয় পাশের বরিশালের মুলাদি উপজেলার রামাপোর গ্রামে। সেন্টুর স্ত্রী ও একমাত্র মেয়ে থাকেন ঢাকায়। এছাড়া ওই ঘটনায় প্রাণ হারান রাজৈর উপজেলার যুবলীগ নেতা লিটন মুন্সী ও সুফিয়া বেগম। ২১ আগস্টের হামলায় নিহতদের পরিবার ও এলাকাবাসীর দাবি, তাদের স্মৃতি রক্ষার্থে কবরস্থান সংরক্ষণ করার। আর্থিক সহযোগিতা চান তারা। মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, নিহতের পরিবার চাইলে প্রশাসন থেকে সহযোগিতা করা হবে।

সর্বশেষ খবর