শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ভ্রাম্যমাণ কাভার্ড ভ্যানে সিএনজি স্টেশন!

মো. মোস্তফা কামাল, রায়পুর (লক্ষ্মীপুর)

ভ্রাম্যমাণ কাভার্ড ভ্যানে সিএনজি স্টেশন!

রায়পুর উপজেলায় ঢাকা-রায়পুর অঞ্চলিক মহাসড়কে কাভার্ড ভ্যানে অবৈধভাবে ভ্রাম্যমাণ কাভার্ড ভ্যানে সিএনজি (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) বিক্রি করা হচ্ছে। এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা যায়, ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিংহেরপুল নামক স্থানে কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডার থেকে প্লাস্টিক পাইপ দিয়ে গ্যাস বিক্রি করা হচ্ছে। ১৫ দিন ধরে মহাসড়কের পাশে দুটি কাভার্ড ভ্যান সব সময় দাড়িয়ে আছে। এ কাভার্ড ভ্যান থেকে গ্যান নেওয়ার জন্য জড়ো হতে থাকে গাড়ি। গাড়ির দীর্ঘ সারির কারণে কখনও কখনও সড়কে সৃষ্টি হয় যানজট। এ স্টেশনে ২৪ ঘণ্টাই মেলে গ্যাস। দাম নেওয়া হয় প্রতি লিটারে ৯ টাকা বেশি। সিএনজি ফিলিং স্টেশন করার আগে ফায়ার সার্ভিস ও বিস্ফোরক লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হলে এ স্টেশনের কিছুই নেই।

এ গ্যাস বিক্রির সঙ্গে জড়িত মজিবুর রহমান বলেন, ‘সড়কের পাশে এটি থাকলে সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত গ্যাস নিতে পারে। মানুষের সেবার জন্যই এটি করছি আমরা। রায়পুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ভাবে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় কিছু দুষ্কৃতকারী ভাসমান প্রক্রিয়ায় গ্যাস বিক্রি করছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর উপজেলা নির্বাহী-ইউএনও কর্মকর্তা শামীমা বাবু শান্তি বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। কোনো অনুমতির কাগজপত্রও জমা দেয়নি তারা। শিগিগরই অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে কাউকে গ্যাস বিক্রি করতে দেওয়া হবে না।’

সর্বশেষ খবর