শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তবুও পেনশন মেলেনি তাদের

ভালুকা প্রতিনিধি

সরকারি নির্দেশনা ও প্রজ্ঞাপন জারি থাকার পরও মাসিক পেনশন পাচ্ছেন না ময়মনসিংহের ভালুকার ‘শতভাগ পেনশন সমর্পণকারী’ পাঁচ বিধবা। তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছিলেন, তারাও পেনশন পাবেন। শুধু তা-ই নয়, প্রতিবছর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্টও পাবেন তারা। গত বছরের ৮ অক্টোবর এই সিদ্ধান্ত দিয়ে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ২০১৭ সালের ১ জুলাই থেকে যা কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছিলো, ‘শতভাগ পেনশন সমর্পণকারী’ (যারা পেনশনের পুরো টাকা তুলে নিয়েছেন) অবসরের তারিখ থেকে ১৫ বছর পর তারা আবার মাসিক পেনশন পাবেন। এমন সিন্ধান্ত থাকার পরও অজ্ঞাত কারণে ময়মনসিংহের ভালুকার পাঁচ সরকারি চাকরিজীবির বিধবা স্ত্রীরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ‘শতভাগ পেনশন সমর্পণকারীরা’ হলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ভালুকা পৌর সদরের মৃত মোয়াজ্জেম হোসেন, প্রাথমিক স্কুলশিক্ষক উপজেলার ভরাডোবা ইউনিয়নের মৃত. আবুল হোসেন, প্রাথমিক স্কুলশিক্ষক মৃত আব্দুল রাজ্জাক, হিসাবরক্ষক মৃত খন্দকার আব্দুল বারী, প্রথমিক স্কুলশিক্ষক মৃত ইব্রাহিম খলিলুল্লা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর