শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মেম্বারদের বাড়িতে গরিবের ঘর

নাটোর প্রতিনিধি

নাটোরে সরকারি আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ‘যাদের জমি আছে ঘর নেই’ প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে ২০১৭ -১৮ অর্থ বছরে এই প্রকল্পের ঘর গরিবের বাড়িতে নির্মাণ না হয়ে মেম্বারদের বাড়িতে করা হয়েছে বলে জানা গেছে। ঘর বরাদ্দ পেয়েছেন অনেক বিত্তশালীও। ফলে বঞ্চিত হয়েছেন প্রকৃত হতদরিদ্ররা। মশিন্দা ইউনিয়নে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা বেগম বলেন, ‘তনি মেম্বার কিন্তু তার স্বামীতো মেম্বার না। তাই স্বামীর নামে ওই ঘর বরাদ্দ নেওয়া হয়েছে। অন্য মেম্বাররাও নিয়েছে।’ ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সাহাদৎ হোসেন মোল্লা জানান, ওই গ্রামের নুর নবীর নামে ঘর বরাদ্ধ দেওয়া হয়। নুর নবী মারা গেলে ওই ঘর তার বাড়িতে নির্মাণ করা হয়েছে। তাছাড়া তিনি নিজেও গরিব বলে দাবি করেন। মশিন্দা ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান জানান, সব ইউপি সদস্যদের কাছ থেকে তালিকা নিয়ে উপজেলা ভূমি অফিসে জমা দেওয়া হয়েছে। তারা ওই তালিকার মধ্য থেকে যাদের নামে বরাদ্দ দিয়েছেন তারাই ঘর পেয়েছেন। মেম্বারদের নাম তালিকায় ছিলনা। উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, উপজেলা ভূমি অফিস যাদের নামের অনুকূলে বরাদ্দ দিয়েছেন তাদের বাড়িতে ওই ঘর নির্মাণ করা হয়েছে। নাম পরিবর্তন বা একজনের নামে বরাদ্দ অন্যজনের বাড়িতে নির্মাণ করার ক্ষমতা তাদের নেই। সহকারী কমিশনার নাহিদ হাসান খান বলেন, ‘বিষয়টি জানলাম, খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদ এর দায় এড়াতে পারেনা। কারণ তালিকা তাদের করা।’

সর্বশেষ খবর