শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দুপচাঁচিয়া হাসপাতালে অন্তহীন সমস্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

দুপচাঁচিয়া হাসপাতালে অন্তহীন সমস্যা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে বগুড়া-নওগাঁ সড়কের পাশে অবস্থিত দুপচাঁয়িা সরকারি ৫০ শয্যা হাসপাতালটি অন্তহীন সম্যসায় জর্জরিত। চিকিৎসার গুরুত্বপূর্ণ ডাক্তারের অর্ধেকের বেশি পদ শূন্য থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়ক সংলগ্ন দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডের পাশে ৫০ শয্যার সরকারি এই হাসপাতালটি অবস্থিত। হাসপাতালটি বিগত কয়েক বছরে অবকাঠামোগত বেশ কিছু উন্নয়ন হয়েছে। তবে ২০০৮ সালে ৩১ থেকে ৫০ শয্যায় প্রশাসনিক অনুমোদন পেলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ না পাওয়ায় হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে হাসপাতালে ডাক্তারদের ২৭টি পদ থাকলেও কর্মরত রয়েছে ১১ জন। দীর্ঘদিন যাবৎ ডাক্তারদের ১৬টি পদ শূন্য রয়েছে। প্রতি সপ্তাহে মঙ্গলবার হাসপাতালে বিভিন্ন রোগীর অপারেশনের তারিখ নির্ধারণ থাকলেও অজ্ঞানের ডাক্তারের পদ শূন্য থাকায় পাশের কাহালু হাসপাতাল থেকে অজ্ঞান ডাক্তার নিয়ে এসে অপারেশন করা হচ্ছে। অপারেশনে এ ক্ষেত্রে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ ইসিজি  মেশিন বরাদ্দ হলেও টেকনিশিয়ানের পদ শূন্য। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ৫ জন সুইপারের স্থলে কর্মরত রয়েছে মাত্র ১ জন। ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি ১ জন সুইপারের পক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন করা দুঃসাধ্য। ফলে হাসপাতালটিতে প্রায় সময় নোংরা পরিবেশ বিরাজ করছে। ড্রেনগুলোতে পচা পানি জমে মশার কারখানায় পরিণত হয়েছে। এ ছাড়াও হাসপাতালের চারপাশে আগাছা ও জঙ্গলে মশা, মাছির অভায়ারণ্যে পরিণত হয়েছে। হাসপাতালের কর্মরত ডাক্তারদের হাসপাতাল ক্যাম্পাসে আবাসিক বাসভবন থাকলেও ডাক্তাররা জেলা শহরেই অবস্থান করছেন। রুটিন মোতাবেক প্রতিদিন দুই-একজন ডাক্তার হাসপাতালে যাওয়া-আসা করছেন।

সর্বশেষ খবর