শিরোনাম
রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ছেলে হত্যার বিচার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ছেলে হত্যার বিচার দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় এক বাবা। ছেলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অসহায় আ ক ম মফিজুল ইসলাম মেম্বার জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দিয়েছেন। অথচ ঘটনার আট মাস পার হলেও তদন্তে কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। ৭ জানুয়ারি দিনে-দুপুরে নাঙ্গলকোট উপজেলার মাঝিপাড়া গ্রামে সীমানা নিয়ে বিরোধের জের ধরে মফিজুল ইসলামের ছোট ছেলে নজরুল ইসলাম সোহাগ (২২) খুন হন। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়। এর মধ্যে তিনজন আদালত থেকে জামিন নিয়েছেন। আরেকজন পলাতক। জানা যায়, মফিজুল ইসলামের সঙ্গে একই গ্রামের আসলাম মিয়ার ছেলে আবু তাহেরের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১০ জানুয়ারি শালিস বৈঠক হওয়ার কথা ছিল। এর আগেই ৭ জানুয়ারি আবু তাহের শালিস উপেক্ষা করে বিরোধপূর্ণ জায়গায় ঘর তৈরি করতে যান। এ সময় মফিজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম বাধা দেন। এতে খেপে গিয়ে আবু তাহেরসহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নজরুলের ওপর হামলা চালায়। এতে নজরুলের মাথার খুলি ভেঙে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করতে গেলে মফিজুল ইসলাম ও তার ভাই আমিনুল ইসলামকেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। নজরুলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। পরে তাকে ঢাকার লালমাটিয়া রয়েল কেয়ার সার্জিক্যাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ১০ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৬ জানুয়ারি রাতে তিনি মারা যান। এ বিষয়ে নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, ‘ওই ঘটনায় আমরা চার্জশিট প্রস্তুত করেছি। সেটি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’

সর্বশেষ খবর