রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সরকারি-মালিকানা জমিতে বালুর স্তূপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সরকারি-মালিকানা জমিতে বালুর স্তূপ

সিরাজগঞ্জের মতিন সাহেবের ঘাটে যমুনা নদী থেকে উত্তোলন করা বালু কোনো প্রকার অনমোদন ছাড়াই সরকারি ও মালিকানা জায়গায় স্তূপ করে রাখার অভিযোগ ওঠেছে। কয়েক মাস আগে একই স্থানে বালু স্তূপ করে রাখায় ভ্রাম্যমাণ আদালত বালু জব্দ করে নিলামে বিক্রি করে দিয়েছিল। একই জায়গায় নিলাম করা বালুর উপরে এবং আশপাশের ব্যক্তি মালিকানা জায়গায় কয়েক মাসের ব্যবধানে আবার বালু রাখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, সরকারি সম্পত্তিতে বালু স্তূপ রাখা অবৈধ। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর