রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ছেই। উজান থেকে আসা ঢলে ফুলেফেঁপে উঠছে পদ্মা। রাজশাহী পয়েন্টে গতকাল দুপুরে পদ্মার পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৮ মিটার। রাজশাহীতে পদ্মার বিপদসীমা হচ্ছে ১৮ দশমিক ৫০ মিটার। বিপদসীমার মাত্র ২ দশমিক ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, ২১ আগস্ট বিকালে পদ্মার পানির উচ্চতা মাপা হয়েছিল ১৫ দশমিক ৫২ মিটার। এরপর থেকে প্রতিদিন গড়ে ৩০-৩৪ সেন্টিমিটার করে পানি বাড়ছে। ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়তেই থাকবে বলে মন্তব্য করেন তিনি। গতকাল দুপুরে শহর রক্ষাবাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, নদীতে তীব্র স্রোত। পানি পাড়ের ওপর আছড়ে পড়ছে। এরই মধ্যে মহানগরীর বুলনপুর থেকে নবগঙ্গা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে থাকা শহররক্ষা বাঁধ ছুঁয়েছে পানি। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বলেন, রাজশাহীতে পদ্মার বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। আর শহর রক্ষাবাঁধের উচ্চতা ১৯ দশমিক ৬৭ মিটার। তাছাড়া মহানগরীর পশ্চিমাংশে বুলনপুর থেকে পবার সোনাইকান্দি পর্যন্ত পাঁচ কিলোমিটার বাঁধ সংরক্ষণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই পদ্মার পানি বাড়লেও বাঁধ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সর্বশেষ খবর