রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বখাটে স্টাইলে চুল না কাটার বিষয়ে পুলিশের ব্যাখ্যা

মাগুরা প্রতিনিধি

বখাটে স্টাইলে চুল না কাটার বিষয়ে মাগুরা পুলিশের প্রচারণার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান। মাগুরা পুলিশ সুপারের কনফারেন্স রুমে গতকাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, জুলাই মাসে মাগুরায় তিনটি হত্যাসহ একাধিক অপরাধ সংঘটিত হয়েছে। যার অধিকাংশই ঘটেছে বখাটে কিশোরদের দ্বারা। এ কারণে পুলিশ কিশোরদের মনস্তাত্ত্বিক নানা বিষয় চিন্তা করে বখাটেপনা সংশ্লিষ্ট আচরণ ও লাইফ স্টাইল পরিবর্তনে কাজ করছে। যার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চালানো, সন্ধ্যার পরে অকারণে বাড়ির বাইরে থাকা ও বিভিন্ন বখাটে স্টাইলে চুল কাটা। এ কারণেই বখাটে স্টাইলে চুল না কাটার বিষয়ে পুলিশের প্রচারণা। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারিকুল ইসলাম, শামীম খান, অলোক বোস প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ প্রতিদিনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়, যা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ নানা মহলে আলোচিত হয়।

সর্বশেষ খবর