সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে ঝরল ছয় প্রাণ

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়কে ঝরল ছয় প্রাণ

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

মাদারীপুর : কালকিনি উপজেলার কর্ণপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আহত হয়েছেন চারজন। সুগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গতকাল ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা হলেন কালকিনি উপজেলার মিনাজদি গ্রামের মোতালেব মাতুব্বর (৬০) ও কাজী বাকাই গ্রামের উম্মানী বেগম (৫২)। পটুয়াখালী : জেলা শহরের কলেজ রোডে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শহরের তালতলা এলাকার জলিল হাওলাদারের একমাত্র ছেলে। নওগাঁ : রাণীনগরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ মেরী বেগম (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী ও ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝিনা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরী আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের মো. বিদ্যুতের স্ত্রী। সাতক্ষীরা : দেবহাটায় গতকাল ভোরে ট্রাক দুর্ঘটনায় ফিরোজ নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক ও হেলপার। উপজেলার বহেরা ইটভাটা এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহত হয়। নিহত ফিরোজের বাড়ি পাবনার সুজানগর উপজেলা। নাটোর : বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ে গতকাল দুপুরে বাসের ধাক্কায় আক্কাস আলী (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আক্কাস বড়াইগ্রাম মহল্লার ফজর আলীর ছেলে।

সর্বশেষ খবর