সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উত্ত্যক্তকারীর ভয়ে ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

প্রতিবাদ করায় বাবা-মাকে মারধর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে উত্ত্যক্তকারীর ভয়ে দুই মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ রয়েছে এক ছাত্রীর। বিষয়টির প্রতিবাদ করায় ছাত্রীর বাবা-মা ও ভাইকে দুই দফায় মারধর করার অভিযোগে উঠেছে। গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার উত্তর আড়াইপাড়ায় এ মারধরের ঘটনা ঘটে। শুক্রবার ছাত্রীর বাবাকে আহত অবস্থায় রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদ্রাসাছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার সোনাপাড়া গ্রামের সোবাহান মেম্বারের বিবাহিত ছেলে জাহিদ তার সহযোগীদের নিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। তাদের ভয়ে মেয়েটি দুই মাস ধরে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার ওই ছাত্রীকে বাড়ির পাশে একা পেয়ে অভিযুক্তরা গালাগাল করে। প্রতিবাদ করলে সোবাহান মেম্বার লোকজন নিয়ে ছাত্রীর মা ও ভাইয়ের ওপর হামলা চালায়। পরদিন দুপুরে মেয়েটি বাড়ির পাশের রাস্তা পার হয়ে পানি আনতে গেলে জাহিদ ও তার সহযোগীরা তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। ছাত্রীর চিৎকার শুনে তার বাবা এগিয়ে গেলে তাকে মারধর করে বখাটেরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রাজৈর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ‘মাতবরদের চাপে মামলা করতে পারছি না। আমরা অসহায়। সঠিক বিচার না পেলে আইনের আশ্রয় নেব।’ ইউপি সদস্য সোবাহান হাওলাদার বলেন, ‘ছাত্রীকে উত্ত্যক্তের কোনো ঘটনা ঘটেনি, অন্য কারণে মারামারি হয়েছে।’ রাজৈর থানার ওসি জানান, এ ব্যাপারে তার কাছে কোনো অভিযোগ আসেনি। ইভ টিজিংয়ের ব্যাপারে ছাড় নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর