সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জীবদ্দশায় রায় কার্যকর দেখতে চান মা

সিরাজগঞ্জ প্রতিনিধি

জীবদ্দশায় রায় কার্যকর দেখতে চান মা

রূপা হত্যার দুই বছর

চাঞ্চল্যকর জাকিয়া সুলতানা রূপা হত্যার দুই বছর আজ। নিজের জীবদ্দশায় মেয়ের খুনিদের রায় কার্যকর দেখতে চান রূপার মা। গতকাল তাড়াশ প্রেস ক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ করে আসামিদের দ্রুত রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে ব্যানারে মেয়ের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে পরিবহন শ্রমিকরা ধর্ষণ করে। পরে তাকে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় ফেলে রাখে। পুলিশ দিবাগত রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরদিন বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্তানে দাফন করে। এ ঘটনায় অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম মধুপুর থানায় মামলা করেন।

রূপার ভাই ২৮ আগস্ট লাশের ছবি দেখে রূপাকে শনাক্ত করেন। পুলিশ ছোঁয়া পরিবহনের চালক হাবিবুর, সুপারভাইজার সফর আলী, সহকারী শামীম, আকরাম ও জাহাঙ্গীরকে গ্রেফতার করে। তারা রূপাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া বাসের হেলপার শামীম, আকরাম ও জাহাঙ্গীর ও চালক হাবিবুর রহমানকে মৃত্যুদন্ড দেন। সুপারভাইজার সফর আলীকে সাত বছরের কারাদন্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ছোঁয়া পরিবহনের বাসটি রূপার পরিবারকে সাত দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেন।

সর্বশেষ খবর