সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

এতিমখানার ভবন নির্মাণে বাধা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় অবস্থিত ছোলনা মধ্যপাড়া রওজাতুল এতিমখানা ও মাদ্রাসার ভবনের নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ করার অভিযোগ করেছে এতিমখানা কর্তৃপক্ষ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় নির্মাণ সামগ্রী খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে। অন্যদিকে এতিমখানার কয়েকশ’ শিক্ষার্থীর পড়ালেখায় বিঘ্ন ও আবাসন সংকট চলছে। এতিমখানার ভবন নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ছোলনা মধ্যপাড়া রওজাতুল মাদ্রাসায় গতকাল এ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন মাদ্রাসার সভাপতি মোসাদ্দেক হোসেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ নাজমুল হক, হাফেজ আবু জাফর প্রমুখ। বোয়ালমারী থানার ওসি জানান, এ ঘটনায় চাঁদাবাজি মামলা হয়েছে। আসামিরা জামিনে রয়েছে। তদন্ত চলছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর