সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ

১৩ বছরেও বাস্তবায়ন হয়নি ছয় দফ

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস আজ। ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে উঠে গণআন্দোলন। গণআন্দোলনে গুলিতে প্রাণ হারান তিন যুবক। আহত হন তিন শতাধিক মানুষ। এরপর থেকে এ দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে উপজেলাবাসী।

ফুলবাড়ী গণআন্দোলনের ১৩ বছরে বাস্তবায়ন হয়নি ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি। উল্টো আন্দোলনকারী নেতাদের ওপর রয়েছে এশিয়া এনার্জির করা একাধিক মামলার খড়গ। আজ ফুলবাড়ী দিবসটি পালনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন করে উন্মুক্ত খনি বাস্তবায়ন বন্ধ ও ফুলবাড়ীর গণআন্দোলনের নেতাদের নামে মামলা প্রত্যাহার করে ছয় দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন নান্নু।

সর্বশেষ খবর