সোমবার, ২৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চুরি হওয়া শিশু মায়ের কোলে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে গভীর রাতে মা-বাবার পাশে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া শিশু মাসুদুর রহমানকে (১১মাস) পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কেশতলা থেকে ২৪ ঘণ্টার পর উদ্ধার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে শিশুটিকে গতকাল বিকালে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মা-বাবা। ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের আর কোনো সন্তান নেই। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার দিনগত গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার কেশতলা গ্রামের মসজিদের পেছনে একটি শিশুর কান্নার শব্দ পেয়ে মসজিদের ইমাম স্থানীয়দের খবর দেন। সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং দক্ষিণ পাড়ার রাজন ভূঁইয়া বাড়ির শফিকুর রহমান ও স্ত্রী সালমা বেগম শিশুটিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাতনামা চোর কৌশলে ঘরের দরজা খুলে মা-বাবার পাশ থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। আশপাশের ঘরে খোঁজাখুঁজির পর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত শনিবার রাতে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, চুরি হওয়া শিশুটিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মসজিদের পেছন থেকে উদ্ধার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর