শিরোনাম
মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিচার চাইলেন সাবেক মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাড়ি ভাঙায় জড়িতদের বিচার চাইলেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. হারুন আল রশিদ। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রশাসনের প্রতি। এ সময় ক্ষতিপূরণও দাবি করেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিক্রিয়া জানান। সংবাদ সম্মেলনে ছিলেন হাফিজুর রহমান মোল্লা কচি, সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন রিপন প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাতে হারুন আল রশিদের বাড়ির সীমানাপ্রাচীর ও ভবনের একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। করাত দিয়ে কেটে ফেলা হয় বাড়ির ভিতরের গাছ। লুট করা হয় বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা মডার্ন এক্সরে অ্যান্ড প্যাথলজি ক্লিনিকের প্রায় কোটি টাকার মালামাল। এ ঘটনায় থানায় দুটি অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে হারুন আল রশিদের চাচাতো ভাই শামীম রশিদের দেওয়া অভিযোগে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা এবং দুজন চিকিৎসককে অভিযুক্ত করা হয়েছে।

 

সর্বশেষ খবর