মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

ফুলবাড়ি ট্রাজেডি দিবস উপলক্ষে নীলফামারীতে মৌন মিছিল করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শহরের কালিবাড়ি থেকে শুরু হয়ে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীদাম দাস। বক্তব্য দেন আতিয়ার রহমান, স্মরণী বিশ্বাস, ইউনুস আলী, মোস্তাক আহমেদ, প্রিন্স চাকলাদার প্রমুখ। পরে ফুলবাড়ি ট্রাজেডিতে নিহতদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 প্রসঙ্গত ২০০৬সালের ২৬আগষ্ট ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন আমিনুর, সালেকিন ও তরিকুল।

২০০৭ সাল থেকে এদিনটিকে ফুলবাড়ি ট্রাজেডি দিবস হিসেবে উদযাপন করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি।

সর্বশেষ খবর