মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বেনাপোল বন্দরের ৯ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দরের সাবেক সুপারিন্টেনডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বন্দরের সাবেক সুপারিন্টেনডেন্ট ও বর্তমান ওয়্যারহাউজের অডিট অফিসার আশরাফুল ইসলাম মামলাটি করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- স্থলবন্দরের ওয়্যারহাউজ পোস্টিং শাখার সুপার আবু মুছা মোহাম্মদ তারেক, প্যাকিং শাখার রোকনুজ্জামান আবেদিন, ফায়ার শাখার জালালুর রহমান, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড শেডের সুপার মঈনুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক মনির হোসেন, রাজস্ব দফতরের সুপার জিল্লুর  রহমান, ২ নম্বর শেডের সুপার বাবুল, ৩৭ নম্বর শেডের ট্রাফিক সুপার জাবেদ বিল্লাহ ও কম্পিউটার অপারেটর মাহাবুবুর রহমান। ২০১৭ সালের ২ অক্টোবর রাতে আসামিরা ব্যারাক হাউজে ঢুকে আশরাফুলকে বেদম মারপিটের পর মৃত ভেবে ফেলে রেখে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর