বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সুপেয় পানি সংকট দূর হচ্ছে নোয়াখালী পৌরবাসীর

পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌর শহরে ২০০৫ সাল থেকে সুপেয় পানি সরবরাহ প্রকল্প শুরু হয়। শহরের কিছু এলাকার সুপেয় পানি সংকট দূর হলেও বেশিরভাগ এলাকা রয়ে গেছে সুবিধাবঞ্চিত। সবচেয়ে বেশি সমস্যায় ভুগছে পুরাতন হাউজিং এলাকার দেড় হাজার পরিবার। এ সমস্যা সমাধানে নতুন প্রকল্প হাতে নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর-ডিপিএইচই। বিশুদ্ধ পানির সমস্যা দূর করার লক্ষ্যে নোয়াখালী পৌর শহরের পুরাতন হাউজিং এলাকায় গতকাল ভূগর্ভস্থ পানি শোধনাগারের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল প্রকল্পটি উদ্বোধন করেন। ডিপিএইচই জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ বলেন, ২০২০ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের অধীন প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে লৌহ দূরীকরণ প্ল্যান্ট। শহরের পার্শ্ববর্তী নোয়ান্নই ইউনিয়নে ইতিমধ্যে ভূগর্ভ থেকে পানি উত্তোলনের প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। সেখান থেকে পানি তুলে তা হাউজিং এলাকায় নির্মাণাধীন লৌহ দূরীকরণ প্ল্যান্টে আসবে। এখান থেকে বিশুদ্ধ হয়ে তিনটি উচ্চ পানি ধারণক্ষমতার হাউজের মাধ্যমে বাসিন্দাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। পুরো প্রকল্প বাস্তাবন শেষে পৌরসভাকে হস্তান্তর করা হবে। তিনি জানান, এ লৌহ দূরীকরণ হাউজে প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি পরিশোধন হবে।

সর্বশেষ খবর