বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বৈদ্যুতিক দুর্ঘটনা কমাতে মাইকিং

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রতিদিনই দেশের কোনো না কোনো স্থানে প্রাণহানির ঘটনা ঘটছে। এ কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ এবং প্রাণহানি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে সচেতনতামূলক মাইকিং শুরু হয়েছে। বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সদর দফতরসহ পাঁচটি জোনাল অফিস থেকে একযোগে মাইকিং শুরু করেছে। বড়াইগ্রাম পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ মনোয়ার বলেন, ‘অধিকাংশ বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে ত্রুটিপূর্ণ সংযোগ, পার্শ¦ সংযোগ, দুর্বল ওয়ারিং ও হুকিং করতে গিয়ে। এ বিষয়ে সচেতন করতেই মাইকিং করা হচ্ছে।

সর্বশেষ খবর