শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সীমান্তে বন্যহাতির তান্ডব আতঙ্কে এলাকাবাসী

নালিতাবাড়ী প্রতিনিধি

সীমান্তে বন্যহাতির তান্ডব আতঙ্কে এলাকাবাসী

শেরপুরের নালিতাবাড়ীতে হাতি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রামে বুধবার রাতে ২০-২৫টি বন্যহাতি তান্ডব চালিয়েছে। নষ্ট করেছে আবাদি জমি। গতকাল বিকাল পর্যন্ত বন্যহাতির দলটি ভারত ও বাংলাদেশের পানিহাটার শূন্যরেখায় জঙ্গলে অবস্থান করছিল।

পানিহাটা টিলা থেকে হাতির দলটিকে দেখা যাচ্ছে। রাতের আঁধারে আবারও সীমান্তবর্তী এলাকায় হানা দিতে পারে বলে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন।

কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে ২০-২৫টি বন্যহাতি ভারত থেকে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে। হাতিগুলো উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটার ফেকামারী গ্রামের জহুর উদ্দিনের ১০ কাঠা, শাহজাহান মিয়ার ১০ কাঠা, লাল মিয়ার ১২ কাঠা ও আতিকুল ইসলামের ১ একর আমন ধান খেত মাড়িয়ে নষ্ট করে ফেলে। সকাল হওয়ার আগেই তা-ব শেষ করে হাতির দলটি ভারত-বাংলাদেশের সীমান্তে শূন্যরেখায় চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, ‘বিষয়টি শুনেছি। সীমান্তবর্তী হাতি তাড়াতে লোকজনকে মশাল জ্বালাতে প্রশাসনের সহযোগিতায় কেরোসিন তেল কিনে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

সর্বশেষ খবর