শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাঁচ জেলায় সড়কে ঝরল সাত প্রাণ

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় সড়কে ঝরল সাত প্রাণ

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। বগুড়ায় তেলবাহী ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। গতকাল সকালে শহরের দ্বিতীয় বাইপাস সড়কের মানিকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মুরইল গ্রামের আতাউরের ছেলে সোহেল (৩৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী নিবন্ধন পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। সিরাজগঞ্জ : জেলার এনায়েতপুরে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে রুহুল আমিন  (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন। নিহত রুহুল এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের সোনাতলী গ্রামের সাইদুর রহমানের ছেলে। লালমনিরহাট : আদিতমারী উপজেলায় শিশু ও এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন- আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের আলাল উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১০) ও একই উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি গ্রামের পল্লী চিকিৎসক আজাদ (৪৫)। সিলেট : সিলেট নগরীতে লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মোহন মিয়া নামের ওই যুবক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর গ্রামের মৃত আবদুল বারীর ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার রাতে নগরীর সোবহানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  গাজীপুর : গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার বসুরা এলাকার জুয়েল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও তার ফুফাতো ভাই চট্টগ্রামের রাউজান থানার বাবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৪)। নিহতরা মোটরসাইলের আরোহী ছিলেন।

সর্বশেষ খবর