শনিবার, ৩১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তান্ডব শেষে ফেরত গেল হাতির দল

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারত থেকে বাংলাদেশে নেমে আসা হাতির দল গতকাল বিকেলে আবার  ভারতের জঙ্গলে ফিরে গেছে। কিন্ত সীমান্তবাসীর আতংক এখনো কাটেনি। আবার যে কোন সময় হাতি এসে আবাদী জমিতে হানা দিতে পারে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাতে ২০ থেকে ২৫টি  বন্য একটি দল ভারত থেকে বাংলাদেশের সীমান্তে ডুকে পড়ে। এ সময় উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার  ফেকামারী গ্রামের জহুর উদ্দিনের ১০ কাঠা, শাহজহান মিয়ার ১০ কাঠা, লাল মিয়ার ১২ কাটা এবং আতিকুল ইসলামের ১ একর আমন ধান খেতে বন্য হাতি দল পায়ে মাড়িয়ে বিনষ্ট করে ফেলে।

সকাল হওয়ার আগেই তান্ডব শেষে করে বন্য হাতির দলটি ভারত-বাংলাদেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করে আজ শুক্রবার আবার ভারতে ফিরে যায়। হাতি ফিরে যাওয়ায় এলাকাবাসী স্বস্তিতে। কিন্ত আতংক কাটেনি আবার ফিরে আসতে পারে।

পানিহাটা গ্রামের নুরুজ্জামান বলেন, হাতির দল আইজকা আবার ভারতে চইলা গেছে। কিন্ত ধান খাওনের লাইগা আবার আইতে পারে। এই নিয়ে আমরা খুব আতংকের মধ্যেই আছি।

 

সর্বশেষ খবর