রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় ৪০৩ প্রাথমিক স্কুলভবন ঝুঁকিপূর্ণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৪০৩ প্রাথমিক স্কুলভবন ঝুঁকিপূর্ণ

জরাজীর্ণ কুমিল্লা সদর উপজেলার রতœবতী ইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কুমিল্লার ৪০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস করছে অর্ধলক্ষাধিক শিক্ষার্থী। ঝুঁকিপূর্ণ স্কুলভবনের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছে উপজেলা শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রমতে, কুমিল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুই হাজার ১০৭টি। এর মধ্যে ৪০৩টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সদর উপজেলায় ৩১, লাকসামে ১৬, দেবিদ্বারে ১৮, মুরাদনগরে ২৫, দাউদকান্দিতে ২০, চৌদ্দগ্রামে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১৫, বরুড়ায় ২৪, বুড়িচংয়ে ২৪, চান্দিনায় ৩০, হোমনায় ২৫, মেঘনায় ১৬, নাঙ্গলকোটে ২৯, মনোহরগঞ্জে ২৯, তিতাসে ২৫, সদর দক্ষিণে ১২ ও লালমাইয়ে ৩৫ ঝুঁকিপূর্ণ স্কুলভবন রয়েছে।  কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন গিয়ে দেখা যায়, কোনোটির ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোনোটি একদিকে দেবে গেছে। ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। সদর উপজেলার কালিয়াজুরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার বলেন, এই স্কুলটি একদিক দেবে গেছে। জানালার গ্রিল বেঁকে গেছে। একই উপজেলার রতœবতী ইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনের ভাঙা অংশে সিমেন্ট-সুরকি দিয়ে সংস্কার করা হয়েছে।

স্কুলের নতুন ভবনের দাবি জানিয়েছেন প্রধান শিক্ষক আবদুল মোতালেব। শাহপুর বন্দিশাহী প্রাথমিক বিদ্যালয়ভবনও ভেঙে পড়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্কুলের তালিকা অধিদফতরে পাঠিয়েছি। পর্যায়ক্রমে স্কুলগুলোর নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজ হবে।

সর্বশেষ খবর