রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই সদস্যের কমিটি দিয়ে ২ বছর পার

কুষ্টিয়া প্রতিনিধি

দুই সদস্যের কমিটি দিয়ে ২ বছর পার

সম্মেলনের প্রায় দুই বছর হতে চললেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি কুষ্টিয়া যুবলীগ। দুই সদস্যের কমিটি দিয়ে দুই বছর ধরে জোড়াতালি দিয়ে চলছে জেলা যুবলীগের কার্যক্রম। কুষ্টিয়ায় যুবলীগের কোনো কার্যক্রম নেই বললেই চলে। দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা।

জেলা যুবলীগের সম্মেলন হয় ২০১৭ সালের ৩১ অক্টোবর। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন আগের কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম। ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম স্বপন। এর আগে আহ্বায়ক কমিটি দিয়েও জেলা যুবলীগ চলেছে প্রায় তিন বছর।  আহ্বায়ক কমিটির এক সদস্য জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে মাসখানেক আগে একটি কমিটি জমা দেন। সেই কমিটিতে বিতর্কিত, মামলার আসামি ও বিএনপির অনেকের নাম থাকায় ২০-২২ জনকে বাদ দেওয়া হয়। নতুন করে ত্যাগী ও মাঠের কর্মীদের নাম দিয়ে তালিকা প্রস্তুত করা হয়। সভাপতি রবিউল ইসলাম এ তালিকায় স্বাক্ষর করলেও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বাক্ষর করছেন না। ফলে জটিলতা দেখা দিয়েছে। সূত্র জানায়, কমিটিতে পদ ভাগাভাগি নিয়ে দুই নেতার দ্বন্দ্ব চলছে। অর্ধেকের বেশি নিজের অনুসারী ঢোকাতে চান দুজনই। এ কারণেও কমিটির বিষয়টি নিয়ে অগ্রগতি হচ্ছে না। খোঁজ নিয়ে যায়, সভাপতি রবিউল ইসলাম ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত। মিরপুর উপজেলায় এ নেতার বাড়ি হলেও বেশিরভাগ সময় ঢাকায় থাকেন। সেখানে তার টালির কারখানা রয়েছে। সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম কুমারখালীর কয়া ইউপি চেয়ারম্যান। তার নিজের নানা ব্যবসা রয়েছে। বিলুপ্ত হওয়া জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সরুজ বলেন, ‘সম্মেলন হয়ে গেছে অনেক দিন হলো। কমিটি জমা দেওয়া হয়েছে শুনেছি। এর আগে একবার জমা দেওয়ার পর অনেকের নাম বাদ গেছে বলে জানতে পেরেছি। প্রতিদিন শুনছি কমিটি হবে, তবে হচ্ছে না।’ জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘১০১ সদস্যের কমিটি জমা দেওয়া হয়েছে। নানা জটিলতায় অনুমোদন হচ্ছে না। কেন্দ্রে কিছু ঝামেলা আছে। সেসব মেটানোর চেষ্টা করছি।

সর্বশেষ খবর