রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
পাবিপ্রবিতে খাস কামরা

জড়িতদের দায়িত্ব থেকে অব্যাহতি চান শিক্ষার্থীরা

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গোপন খাস কামরার ঘটনায় জড়িত শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও তদন্ত কমিটি গঠনের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গতকাল তারা এই কর্মসূচি পালন করেন। সচেতন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগের ছাত্রীদের ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন চালানো হয় ওই কক্ষে।

সম্মান ও শিক্ষা জীবনের কথা ভেবে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করতে সাহস পাননি। পাবিপ্রবি প্রক্টর ড. প্রীতম কুমার দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় নীতিমালায় কোনো বিভাগে খাট রাখার সুযোগ নেই।

ভিসি স্যার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। তিনি এলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। পাবিপ্রবি ভিসি ড. রোস্তম আলী মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আছি। বিষয়টি নিয়ে পরে কথা বলা হবে।’

সর্বশেষ খবর