রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ড্রেন বন্ধ করে দেয়াল!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ড্রেন বন্ধ করে দেয়াল!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডের সাইলো সরদার বাজার এলাকায় নির্মিত ড্রেন বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। নাসিকের উপ-সহকারী প্রকৌশলী সুমন দেবনাথ জানান, ড্রেনে কারো দেয়াল নির্মাণের এখতিয়ার নেই। খোঁজখবর করে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, সাইলোর সরদার বাজার এলাকায় রাস্তা ও ড্রেন নির্মাণ শুরু করে নাসিক কর্তৃপক্ষ। সাত কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ৩৮২ ফুট দীর্ঘ রাস্তা ও ড্রেনের কাজ যৌথভাবে শুরু করে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ড্রেন নির্মাণ শুরু হলে বাধা দেয় স্থানীয় শহিদুল্লাহ ও তার ছেলে ডা. ইব্রাহীম। ঠিকাদার আবুল কাশেম জানান, ইব্রাহীম ও তার বাবা কাজে বাধা দিয়েছিল। এখন তারা ড্রেনের ভিতরে দেয়াল নির্মাণ করে দিয়েছে। ডাক্তার ইব্রাহীম বলেন, ‘আমাদের বাড়ির সামনে দিয়ে পানি চলাচল করলে বাড়িতে ড্রেনের দুর্গন্ধ আসবে।’ স্থানীয়রা জানান, ড্রেনের মাঝখান দিয়ে দেয়াল নির্মাণের ফলে তাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, ‘বিষয়টি আমি দেখবো।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর