সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাঙনের মুখে পৌর শহর

আমতলী প্রতিনিধি

পায়রা নদীর ভাঙনে শহর রক্ষা বাঁধের সিসি বøক সরে যাওয়ায় ভয়াবহ হুমকির মুখে পড়েছে বরগুনার আমতলী পৌর শহর। ভাঙনের তীব্রতা বৃদ্ধিতে পানি উন্নয়ন বোর্ড এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। দ্রæত সংস্কার করা না হলে বিলীন হয়ে যাবে শতাধিক স্থাপনা। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, ভাঙনে পৌরশহরের আয়তন ছোট হচ্ছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সহকারী নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, শহর রক্ষা বাঁধের পঞ্চম স্তরের প্রজেক্টে আমতলী পৌর শহর রক্ষায় পায়রা নদীর ব্লক সংস্কার ও পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে বৈঠাকাটা পর্যন্ত প্রস্তাবনা দেওয়া হয়েছে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর