সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইলিশে জমজমাট চরফ্যাশন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ইলিশ বাড়িখ্যাত ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা, তেতুলিয়া নদীতে জেলেদের জালে এক সপ্তাহ যাবত বিপুল পরিমাণ রূপালি ইলিশ ধরা পড়ছে। ইলিশের সমারোহে উৎসবমুখর হয়ে উঠেছে মৎস্যঘাটগুলো। বাজারে ইলিশের দামও ক্রেতাদের হাতের নাগালে।

জেলেরা জানান, সরকারঘোষিত নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে ভাদ্র মাসে বিপুল পরিমাণে ইলিশ ধরা পড়ার আশা ব্যক্ত করেন।  গতকাল সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার সামরাজ, বক্শী, কুকরী, পাতিলা, বাংলাবাজার, কচ্ছপিয়া, খেজুরগাছিয়া, মনুরা, বেতুয়া, ¯øুইজ মৎস্যঘাটে ক্রেতা ও জেলেদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাতভর জেলেদের মাঝে উৎসব চলে। এছাড়া আড়তে মাছ কেনা-বেচায় দালাল, আড়ৎদার, মহাজন ও ক্রেতাদের ভিড় লেগেই থাকে। ঘাটগুলোতে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে সোলার স্ট্রিট লাইট লাগানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর