সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, দুর্ভোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

দুই বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ, দুর্ভোগ

সাহারপুর থেকে শিবপুর সড়ক -বাংলাদেশ প্রতিদিন

বগুড়া-নওগাঁ-ঢাকা মহাসড়কের নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি। ২০১৭ সালের শেষদিকে শুরু হওয়া এ মহাসড়কের সান্তাহার-ঢাকা রোড থেকে দুপচাঁচিয়ার সাহারপুকুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারে কাজ অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। এই ১০ কিলোমিটারে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিং তুলে বালি-খোয়া ও পুরনো রাবিশ দিয়ে রোলার করে দিয়েছিল। অতিবৃষ্টিতে এসব ধুয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বিশেষ করে সাহারপুকুর-গোবিন্দপুরের রাস্তা থেকে শিবপুর পর্যন্ত সড়কের অবস্থা খুবই খারাপ। এই ৫ কিলোমিটারে গাড়ি চলাচল করে ঘণ্টায় ৫ কিলোমিটার গতিতে। তাছাড়া খানাখন্দে ভরা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত দুই বছরে এই সড়কে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ৫০ জন। কি কারণে কাজ বন্ধ হয়েছে এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। নওগাঁ-ঢাকা রোডের একটি ক্লিনিকের চিকিৎসক মামুন আল রশিদ জানান, অনেক রোগী আমার ক্লিনিকে আসেন- যারা এ সড়কে দুর্ঘটনায় আহত হয়েছেন।  বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের সচিবসহ ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওপর থেকেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দেওয়া হচ্ছে। গত ২৫ জুলাই এক সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। না পারলে কোম্পানির জামানতকৃত ছয় কোটি টাকা বাজেয়াপ্তসহ আগামী তিন বছরের জন্য ওই কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হবে।

সর্বশেষ খবর