সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাওয়ার ক্রাশার বন্ধে মাঠে নর্থ বেঙ্গল

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় পাওয়ার ক্রাশারে (যন্ত্রচালিত মাড়াই কল) আখ মাড়াই বন্ধে মাঠে নেমেছে মিল প্রশাসন। তারা সভা-সমাবেশ ছাড়াও নানাভাবে আখচাষিদের সঙ্গে মতবিনিময় করছেন। মিল প্রশাসন বলছে, চলতি মৌসুমে মিলজোন এলাকায় পর্যাপ্ত আখ রয়েছে। অসাধু ব্যবসায়ীরা যদি অবৈধভাবে পাওয়ার ক্রাশারে আখ মাড়াই শুরু করে তবে মিলটির লক্ষ্যমাত্রা ব্যাহত হবে।

নর্থ বেঙ্গল সুগার মিল সূত্র জানায়, ২০১৯-২০ মৌসুমে দুই লাখ ৯৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। নভেম্বরের শুরুতেই সুগার মিলে আখ মাড়াই শুরু হবে। মিলের মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ‘যন্ত্রচালিত কলে আখ মাড়াইয়ের ফলে চিনিকল লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়। এ ছাড়া অবৈধ মাড়াই কলে আখ মাড়াই করে উৎপাদিত গুড় দিয়ে তৈরি করা হয় ভেজাল গুড়-যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে একদিকে যেমন চিনি শিল্পের ক্ষতি হচ্ছে, অপরদিকে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

সর্বশেষ খবর