Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০৫

পাবনা থেকে সব রুটে বাস বন্ধ

পাবনা প্রতিনিধি

পাবনা থেকে সব রুটে বাস বন্ধ

মজুরি বৃদ্ধির দাবিতে পাবনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে মোটরশ্রমিকরা। পাবনা জেলা মোটরশ্রমিক ইউনিয়নের বৈঠকে রবিবার রাতে এ সিদ্ধান্ত হয়। গতকাল সকাল থেকে পাবনার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মালিক সমিতির দাবি, শ্রমিকরা কোনো প্রকার আলাপ-আলোচনা ছাড়াই ধর্মঘট শুরু করেছে।

শ্রমিকদের অভিযোগ, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া দীর্ঘদিন ধরে আদায় করছে মোটরমালিক গ্রুপ। ভাড়া বাড়ার কারণে দূরপাল্লার কোচগুলোর শ্রমিকরা তাদের বেতন বাড়ানোর জন্য তিন মাস ধরে দাবি জানিয়ে আসছে। শুধু আশ্বাস দিয়ে বেতন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না মোটরমালিক গ্রুপ। শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন ধরে শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি করে আসছে। মালিকদের গড়িমসির কারণে দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ধর্মঘটের ডাক দিয়েছে।

পাবনা মোটরমালিক সমিতির সহ-সভাপতি খোকন মালিথা জানান, শ্রমিকরা তাদের মজুরির কথা বলে আসছিল। তাই বলে ধর্মঘটের ডাক দেবে তা আমরা বুঝতে পারিনি। আমরা কেউই বিষয়টি জানিনা। এদিকে শ্রমিকদের কর্মবিরতি শুরুর পর গতকাল কোনো কোচ বা বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। অনেকে বাধ্য হয়ে বিকল্প উপায়ে বেশি ভাড়া দিয়ে গন্তব্যে গেছেন। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে ফিরে যেতে দেখা গেছে অেন্ডেনককে। জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘পাবনা মোটরমালিক সমিতি ও মোটরশ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিরসনের চেষ্টা চালানো হচ্ছে।’


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর